16 C
আবহাওয়া
৪:২১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » নতুন রূপে আর্জেন্টিনায় মেসি

নতুন রূপে আর্জেন্টিনায় মেসি

মেসি

বিএনএ স্পোর্টস ডেস্ক: কখনো ঝাঁকড়া চুল আবার কখনো লম্বা দাঁড়ি। লিওনেল মেসিকে তো দেখা গেছে কত রূপেই। এবার নতুন রূপে হাজির হচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে এই রূপের সাজ শেষ করেছেন মেসি।

জাতীয় দলের হয়ে তিন ম্যাচ খেলতে মেসি এখন আছেন জন্মভূমি আর্জেন্টিনায়। এখানে এসেই চুলে নতুন কাট দিয়েছেন মেসি। ফরাসি লিগের দুই সতীর্থ আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসকে নিয়ে মঙ্গলবার ব্যক্তিগত বিমানে আর্জেন্টিনায় যান মেসি।

দেশে এসেই ডেনে আলের কাছে চুল কাটিয়েছেন আলবিসেলেস্তেদের অধিনায়ক। আর্জেন্টিনার বেশির ভাগ শীর্ষ ফুটবলারই তার কাছে চুল কাটান। নিজেকে আর্জেন্টিনা দলের অংশ হিসেবেও মনে করেন ডেনে। তার কাছেই মেসি দিয়েছেন চুলের নতুন কাট।

ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করেছেন ডেনে। যা মুহূর্তেই ভাইরাল। আগামী ৮ অক্টোবর আর্জেন্টিনার বাছাই পর্বের মিশনের প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে। এরপর ১১ ও ১৫ অক্টোবর উরুগুয়ে ও পেরুর বিপক্ষে খেলতে নামবে আলবিসেলেস্তেরা।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ