বিএনএ, রাঙামাটি : পার্বত্য জেলা রাঙামাটিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো চালু হয়েছে পূর্ণাঙ্গ রোবটিক্স কোর্স। শুক্রবার (৬ সেপ্টম্বর) রাঙামাটি আইটি কিডস্ আফটার স্কুল প্রোগ্রামে এ কোর্স চালু করা হয়। এতে পার্বত্য অঞ্চলের ক্ষুদে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও রোবটিক্স বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ।
রাঙামাটি আইটি কিডস্-আফটার স্কুল প্রোগ্রাম সূত্রে জানা যায়, বর্তমানে তাদের ১ বছরের সমন্বিত প্রোগ্রামে শিক্ষার্থীদেরকে ধাপে ধাপে স্পোকেন ইংলিশ, কম্পিউটার ফান্ডামেন্টাল, কোডিং, রোবটিক্স, ক্রাফটিং এবং পাবলিক স্পিকিং শেখানো হচ্ছে।
এদিকে রোবটিক্স কোর্সে প্রশিক্ষক হিসেবে রয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB) এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আসিফ ইমতিয়াজ অনিক। তিনি PAU Robotics টিমের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন এবং তার নেতৃত্বে একটি টিম ভারতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপ -২০২৪ এ বাংলাদেশের জন্য গোল্ড মেডেল অর্জন করেছেন।
রাঙামাটি আইটি কিডস্-আফটার স্কুল প্রোগ্রামের পরিচালক মোঃ আইয়ুব ভূঁইয়া জানান, ‘২০২২ সালে আমরা রাঙামাটিতে প্রথমবারের মতো আইটি ভিত্তিক কিডস্-আফটার স্কুল প্রোগ্রামের যাত্রা শুরু করি। আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি না, বরং তাদের এমনভাবে প্রস্তুত করা যাতে তারা আন্তর্জাতিক মঞ্চে দেশের সুনাম বয়ে আনতে পারে। এখন থেকে আমাদের শিক্ষার্থীরা রাঙামাটি এবং দেশের বাইরে বিজ্ঞান মেলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
প্রশিক্ষক অনিক বলেন, ‘রাঙামাটির মতো পার্বত্য এলাকায় বড় হয়ে রোবটিক্স বিষয়ে জানার সুযোগ কম ছিল। ভার্সিটি লাইফে এসে এগুলো শিখেছি, অথচ শহরের শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই এসব বিষয়ে জানতে পারে। আমার লক্ষ্য হল রাঙামাটির শিক্ষার্থীদের সুযোগটি দেওয়া, যাতে তারা আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে।’
বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম/এইচমুন্নী