বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে গরু ব্যবসায়ী মুমিনুল হক হত্যাকাণ্ডের দুই মাস পর মূল আসামি মো. সাহাব উদ্দিনকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাহাব উদ্দিন সীতাকুণ্ডের হাসানাবাদ গ্রামের নুরুজ্জামান ওরফে লাতুর ছেলে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় হত্যা চেষ্টা, মারামারি চুরি এবং ছিনতাইসহ মোট ৪টি মামলা রয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরল আবছার বলেন, গত ২৯ জুন নিহত মুমিনুল হক তার ছেলে ও ভাতিজাসহ গরুর হাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে মুরাদপুরের আমিন মোহাম্মদ সি-রোড এলাকায় চারটি সিএনজিচালিত অটোরিক্সাযোগে এসে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। এ সময় অন্য একটি অটোরিক্সা নিয়ে আসা একজন তাকে মেরে ফেলার নির্দেশ দেয়। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে মুমিনুলের ওপর হামলা চালায়। হামলায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার লুঙ্গির ভেতরে থাকা নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত মুমিনুলের ছেলে আলী হোসেন সবুজ বাদী হয়ে ১ জুলাই সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।
নিহত মুমিনুল পেশায় কৃষক ছিলেন। তার ভাই আকবর হোসেন সীতাকুণ্ড থানাধীন মুরাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। দুই ভাই এলাকায় নানা অপকর্মের বিরুদ্ধে কথা বলতেন। হামলাকারিদের নানা অপকর্মে বাধা দেওয়ায় মুমিনুল ও তার ভাইয়ের সাথে তাদের আগে থেকে বিরোধ চলছিল। এমনকি অপকর্মে বাধা দেওয়ায় মুমিনুলের সাথে তাদের বাকবিতণ্ডাও হয়েছিল। তারা মুমিনুলকে হুমকিও দিয়েছিল।
বিএনএ/এমএফ