21 C
আবহাওয়া
৯:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপি নেতা মিন্টুর তিন ছেলের ব্যাংক হিসাব তলব

বিএনপি নেতা মিন্টুর তিন ছেলের ব্যাংক হিসাব তলব

মিন্টুর তিন ছেলের ব্যাংক হিসাব তলব

বিএনএ ডেস্ক: বিএনপি নেতা ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর তিন ছেলে, এক ছেলের বউ ও তাদের একটি হোল্ডিং কোম্পানির ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিএফআইইউ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নির্দেশনায় বলা হয়, ব্যাংক হিসাব, কার্ডে জমা ও উত্তোলনের যাবতীয় তথ্য আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।

যাদের হিসাব তলব করা হয়েছে তাদের মধ্যে আছেন, তাবিথ এম আউয়াল, তার ভাই তাফসির এম আউয়াল ও তাজওয়ার এম আউয়াল। এছাড়া তাফসির এম আউয়ালের স্ত্রী মায়া মার্গারিটা বড়লো রিজভী আউয়ালের ব্যাংক হিসাবও তলব করা হয়েছে। মায়া মার্গারিটা বড়লো রিজভী আউয়াল হলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর একমাত্র কন্যা।

তাদের সঙ্গে জাকির খান নামের এক ব্যক্তির হিসাবের তথ্য চাওয়া হয়েছে। জাকির খানের বাবার নাম জহির খান ও মা হোসনে আরা বেগম।

বিএফআইইউর চিঠিতে জানায়, অ্যাকাউন্ট খোলার ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী, লেনদেনের অনুমোদিত সীমাসহ বিভিন্ন তথ্য জমা দিতে হবে। ইতোমধ্যে কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে, সে তথ্যও দিতে বলা হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ