বিএনএ, বিশ্ব ডেস্ক: উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দি পালানোর ঘটনায় ইসরায়েলের কারা প্রশাসনে তোলপাড় চলছে। ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ঘটনাটিকে সাংঘাতিক ভয়ানক বলে মন্তব্য করেছেন। উত্তরাঞ্চলীয় গিলবোয়া কারাগারে এ ঘটনা ঘটেছে।
ইসরায়েলি সংবাদপত্র হারেজ জানায়, ইসরায়েল প্রিজন সার্ভিস(আইপিএস) এর এটি একটি বড় ধরনের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতা।
মিডল ইস্ট আই পত্রিকার অনলাইন খবরে বলা হয়, কারাগারের একটি সেলে বন্দি ছিলেন ওই ছয় ফিলিস্তিনি বন্দী। কারা সেলের টয়লেটের খালি জায়গায় সুড়ঙ্গ তৈরি করে পালিয়েছে ওইসব বন্দী।
וכך זה נראה מתוך תא 2 אגף חמש בכלא גלבוע.
פיר מנהרה בשירותים שהוביל אל מחוץ לחומות הכלא pic.twitter.com/IsKfG8B56R— Josh Breiner (@JoshBreiner) September 6, 2021
খবরে বলা হয়, পলাতক ফিলিস্তিনি বন্দীদের মধ্যে ৫জন ইসলামি জিহাদ আন্দোলন এবং ১জন ফাতাহ আন্দোলনের সদস্য ছিল।গভীর রাতে সুড়ঙ্গ পথে তারা পালিয়ে যায়। কারাগারের সীমানার বাইরে সুরঙ্গের অপর মাথা দিয়ে বের হয়ে বন্দীরা হাঁটছিল তখন একজন কৃষক বন্দীদের দেখতে পায়।সে পুলিশকে খবর দেবার আগেই বন্দীরা দ্রুত একটি কারযোগে পালিয়ে যায়।ভোরে যখন কারাগারে বন্দীদের মাথা গননা করা হয় তখন ৬বন্দীর অনুপস্থিতি টের পায় কারারক্ষীরা।
ইসরায়েলি আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা জানায়, বন্দীরা কোন গোপন ফোন ব্যবহার করে বহিরাগতদের সাথে যোগাযোগ রক্ষা করেছিল। যার মাধ্যমে গাড়ি যোগাড় করা সম্ভব হয়েছিল।
বিএনএনিউজ২৪কম,জিএন