21 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » সিনহা হত্যা: দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

সিনহা হত্যা: দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

সিনহা হত্যা: বন্ধ হবে ক্রসফায়ার

বিএনএ, কক্সবাজার : মেজর (অব.) সিনহা হত্যা মামলার বিচারকার্যে কামাল হোসেনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আদালতে উপস্থিত হওয়ার পরপরই  কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম এ তথ্য জানান।

 

তিনি জানান, সকাল পৌঁনে ১০টার দিকে মামলার আসামি সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ ১৫ আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের জন্য তিন জন সাক্ষীর হাজিরা দেয়া হয়েছে। তারা হলেন-কামাল হোসেন, শওকত আলী ও হাফেজ মো. আমিন।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় মোট চারটি মামলা হয়। এর মধ্যে টেকনাফ থানার বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

বিএনএনিউজ২৪ডটকম/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ