৭:০৪ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » সাভারে স্বর্ণ দোকানে ডাকাতি

সাভারে স্বর্ণ দোকানে ডাকাতি


বিএনএ, সাভার : সাভারে বংশী নদীর তীরবর্তী এলাকায় নৌকা নিয়ে আসা ডাকাতদল প্রায় ১৮-১৯টি স্বর্ণের দোকান লুট করেছে। এসময় তারা দোকানদারদের অস্ত্রের মুখে জিম্মি করে ও বেঁধে এই ভয়াবহ ডাকাতি সংঘটিত করে।রোববার(৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ ও উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গভীর রাতে একদল ডাকাত বংশী নদীতে নৌকাযোগে নয়ারহাট এলাকায় আসে। এরপর তারা নদী তীরবর্তী এলাকার প্রায় ১৮-১৯টি স্বর্ণের দোকানে হানা দেয়। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ও বেঁধে দোকানে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

বিএনএ/ ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ