বিএনএ ঢাকা: ঢাকার অদূরে কেরানীগঞ্জের নুরু মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার(৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় ।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহত অথবা ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, কেরানীগঞ্জের নুরু মার্কেটে আগুন লাগার খবর শোনা মাত্রই সেখানে ইউনিট পাঠানো হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে।
বিএনএ/ওজি