28 C
আবহাওয়া
২:২৯ পূর্বাহ্ণ - আগস্ট ৭, ২০২৫
Bnanews24.com
Home » ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প


বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৬ আগস্ট) ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এই ‘জরিমানা’র কারণ হিসেবে মস্কোর কাছ থেকে নয়াদিল্লির তেল ক্রয় অব্যাহত রাখার কথা উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প তার পূর্ব ঘোষিত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে অতিরিক্ত শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন।

প্রতিবেদন অনুসারে, প্রাথমিক ২৫ শতাংশ শুল্ক ৭ আগস্ট থেকে কার্যকর হবে এবং একই পরিমাণ নতুন শুল্ক ২১ দিন পরে কার্যকর করা হবে।

তখন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বেশিরভাগ ভারতীয় পণ্যের ওপর এখন থেকে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ