29 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - আগস্ট ৬, ২০২৫
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলে আগুন, আতঙ্কে নামতে গিয়ে আহত  ২৫

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলে আগুন, আতঙ্কে নামতে গিয়ে আহত  ২৫


বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২৫ জন আহত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে শিক্ষার্থীদের কেউই আগুনে দগ্ধ হয়নি বলে জানা গেছে।

এদিকে, আহতদের মধ্যে সপ্তম শ্রেণির রোহান নামে এক শিক্ষার্থী শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি শিক্ষার্থীদের অবস্থা আশঙ্কামুক্ত বলে বিদ্যালয় কর্তৃপক্ষ ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৯ শিক্ষার্থী চিকিৎসাধীন।

বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে পাঠদান শুরুর পর সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা আসন্ন বিজ্ঞান মেলা উপলক্ষে একটি প্রজেক্ট প্রস্তুত করতে বিদ্যালয়ের পশ্চিম পাশের ভবনের তৃতীয় তলায় বিজ্ঞানাগারে যান। মাল্টিপ্লাগের সাহায্যে বৈদ্যুতিক সংযোগ দিয়ে সপ্তম শ্রেণির ১৫-২০শিক্ষার্থী বিজ্ঞানাগারের ভেতরে প্রজেক্ট তৈরির কাজ করছিল। বেলা সাড়ে ১২টার দিকে ওই মাল্টিপ্লাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তখন আতঙ্কে সবাই একসঙ্গে বের হতে গিয়ে আহত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী বলেন, আমাদের এখানে ২৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৭ জন ভর্তি আছে। কেউ অগ্নিদগ্ধ হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিদুল ইসলাম বলেন, ছেলেরা বিজ্ঞান মেলার জন্য প্রজেক্ট তৈরি করছিল। মাল্টিপ্লাগ থেকে শর্টসার্কিট হয়। শিক্ষার্থীরা আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছে। কেউ গুরুতর নয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ