বিএনএ ডেস্ক: বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির কালিবাড়ি রোডের পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে আগুন দেওয়ার পর সেখানে ফায়ার সার্ভিসকে যেতে বাধা দেওয়া হয়েছিল। প্রায় এক ঘণ্টা পর সন্ধ্যার দিকে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছেন, ওই বাড়ি থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বেল্লাল হোসেন তিনটি মরদেহ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। কালিবাড় রোডের সেরনিয়াবাত ভবনে থাকতেন হাসানাতের বড় ছেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিক্ষুব্ধরা ওই বাড়িতে আগুন দেওয়ার কিছুক্ষণ আগেও বাড়ির দোতলার বারান্দায় তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সাদিক নিরাপদে বাড়ি ছেড়েছেন কিনা তা এখন পর্যন্ত নিশ্চত হওয়া যায়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সাদেক আব্দুল্লাহ বাসভবনে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে সেখান থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করি। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়াও আগুন দেওয়া হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ব্যারিস্টার শাজাহান ওমর এমপির ব্রাউন্ড কম্পাউন্ড সড়কের বীর উত্তম ভবনে। সিটি করপোরেশনের এনএক্স ভবন কার্যালয় ও আওয়ামী লীগ অফিসেও আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয়েছে শাহান আরা বেগম পার্ক, বরিশাল ক্লাব, সার্কিট হাউসসহ আওয়ামী লীগে নেতাকর্মীদের রাজনৈতিক অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও বরিশাল প্রেসক্লাব।
বিএনএনিউজ২৪/ এমএইচ