বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পে কর্মরত লিই জিয়াওফি (২৪) নামে এক চীনা শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শুক্রবার ( ৫ আগস্ট ) রাত ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলার গন্ডামারায় এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শুক্রবার সন্ধ্যা ৭টায় পাওয়ার হাউজের নিচে টারবাইনে ইলেকট্রিক সংযোগে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত চীনা নাগরিক লিই জিয়াওফি। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টায় মারা গেলেও শনিবার সকাল থেকে ঘটনাটি প্রকাশ হয় ।
কয়লা বিদ্যুৎকেন্দ্রের প্রধান সমন্বয়কারী সাবেক সহকারী পুলিশ সুপার মো. ফারুক জানান, লিই জিয়াওফি একজন শ্রমিক। পাওয়ার হাউজের নিচে টারবাইনে ইলেকট্রিক সংযোগে কাজ করার সময় অসাবধনতা বশতঃ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন।
চীনা নাগরিক লিই জিয়াওফি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়া ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার এস আই দীপক সিংহ।
বিএনএনিউজ২৪.কম/এনএএম