বিএনএ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১,৬২৫ পিস ইয়াবাসহ সৌদিগামী এক যাত্রী আটক করা হয়েছে।
শনিবার (৬ আগস্ট) সকল দশটার দিকে সৌদি আবর যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান ময়মনসিংহের রিয়াদ হোসেন। এমিরেটস এয়ারলাইন্সের বিমানে সৌদি আরব যাওয়ার কথা ছিল ওই যাত্রীর। বিমানবন্দরে ডিপার্সেল ROW B চেকিন স্ক্যানিং মেশিনে তার লাগেজ চেক করতে দেয়া হয়। এসময় একটি লাল রঙের ট্রলি ব্যাগের ভিতর কাপড়ের মধ্যে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট দেখা যায়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সেই ব্যাগটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ১১ হাজার ৬২৫পিস ইয়াবা জব্দ করে। এসময় সৌদিগামী যাত্রী রিয়াদ হোসেনকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এয়ারপোর্ট সার্কেলের পরিদর্শক মোহাম্মদ হোসেন হোসেন মিয়া ও এস আই মো. আব্দুল হালিম সরদার এয়ার ফোর্সের সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইয়াবাসহ আটক রিয়াদ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিএনএ/এ আর