বিএনএ, ঢাকা : নির্মাতা চয়নিকা চৌধুরীকে থেকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পন্থপথ হতে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঢাকা মহানগর ডিবির (উত্তর) যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ চয়নিকা চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পরীমনি ও রাজের মামলা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে আমরা যে কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারি।’
ডিবি সূত্র বলছে, পরিমণি আটকের পর চয়নিকা চৌধুরীর নাম আসে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ডিবি কার্যালয়ে পরীমনি ও তাকে মুখোমুখি করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
চয়নিকা চৌধুরী বাংলা চলচ্চিত্র জগতের একজন আলোচিত পরিচালক। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে পরিচালনা শুরু করেন তিনি। বিশ্বসুন্দরী চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। সেই ছবিতে নায়িকা ছিলেন পরিমণি।
বিএনএনিউজ/এইচ.এম।