22 C
আবহাওয়া
৮:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » এনআইডি সেবা বন্ধ থাকবে দুইদিন

এনআইডি সেবা বন্ধ থাকবে দুইদিন

এনআইডি সেবা বন্ধ থাকবে দুইদিন

বিএনএ, ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বন্ধ থাকবে দুই দিনের বেশি সময়। সার্ভার স্থানান্তর সংক্রান্ত কাজের জন্য বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল থেকে এই নাগরিক সেবা কার্যক্রম বন্ধ হবে। রোববার (৯ জুলাই) থেকে পুনরায় চালু হবে।
নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার প্রোগ্রামার মো. আবুল খায়ের রনি বুধবার (৫ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি মাঠ পর্যায়ে পাঠান।
এতে উল্লেখ করা হয়, ইসি সচিবালয়ের আইসিটি অনুবিভাগের আওতায় ১০ম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজ চলমান রয়েছে। সার্ভার কক্ষ আদর্শমানকরণের সময়কালে সার্ভার কক্ষের চলমান নেটওয়ার্ক ও সার্ভারভিত্তিক সেবাসমূহ মাঠপর্যায় পর্যন্ত নিরবিচ্ছিন্ন রাখতে বর্তমানে সার্ভার, নেটওয়ার্ক ও বৈদ্যুতিক সংযোগসমূহ অস্থায়ী সার্ভার কক্ষে স্থানান্তর করা হচ্ছে।
এতে বলা হয়, সার্ভার কক্ষ অস্থায়ীভাবে স্থানান্তরের সময় বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শনিবার (৮ জুলাই) রাত পর্যন্ত। এ সার্ভার কক্ষের মাধ্যমে পরিচালিত মাঠপর্যায় ও সচিবালয়ের ইন্টারনেট ও ইন্টারনেটভিত্তিক সকল সেবা যেমন-ইন্টারনাল ওয়েবসাইট, ভিপিএন সেবা বন্ধ থাকবে।
চিঠিতে আরও জানানো হয়, আগামী রোববার (৯ জুলাই) যথারীতি সার্ভিস চালু থাকবে।
বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ