15 C
আবহাওয়া
৪:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » দেশে ফিরেছেন ১৫ হাজার ৭১৮ হাজি

দেশে ফিরেছেন ১৫ হাজার ৭১৮ হাজি

দেশে ফিরেছেন ১৫ হাজার ৭১৮ হাজি

বিএনএ, ঢাকা: সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন ১৫ হাজার ৭১৮ হাজি। গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইটে বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর পর্যন্ত ৪৩টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

হজ পালন করতে গিয়ে মারা গেছেন ৮১ জন হাজি। এর মধ্যে সর্বশেষ বুধবার (৫ জুলাই) মারা গেছেন ৬ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

তথ্যমতে, তিন এয়ারলাইন্সের মোট ৪৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৮টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১১টি।

অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৮১ জন হাজি মারা গেছেন। এদের মধ্যে ৬৩ জন পুরুষ ও ১৮ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৬৭, মদিনায় ৪, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ