19 C
আবহাওয়া
১:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » দোকানের ভিতরে ঝুলছিল মরদেহ

দোকানের ভিতরে ঝুলছিল মরদেহ

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফাঁসিতে ঝুঁলে আব্দুল লতিফ (৩৫) নামে এক যু্বকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের দেহে কাঁদা মাখানো হাতের ছাঁপ থাকায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৫ জুলাই) সন্ধ্যার দিকে রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামের একটি মুদি দোকান থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জহিরুল হক মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল লতিফ ওই এলাকার আব্দুল লতিফের ছেলে। সে ট্রাক্টর দিয়ে অন্যের জমিতে হালচাষ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল লতিফ ভোরে হাল চাষ করতে বাড়ি থেকে বের হয়। তবে, দুপুর গড়িয়ে বিকেল হলেও লতিফ বাড়িতে না ফেরায় তার স্বজনরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখোঁজি করতে থাকে। একপর্যায়ে নিহত লতিফের ছোট ভাই দোকানের দরজার ফাঁক দিয়ে তার মরদেহ ঝুঁলে থাকতে দেখে। পরে তার ডাক চিৎকারে স্থানীয় এসে থানায় খবর দেয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জহিরুল হক মুন্না বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেহ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে নিহতের দেহে কাঁদা মাখানো হাতের ছাঁপ কিভাবে এলো, তা জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ