বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ শতাংশ।
বুধবার (৬ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪২১ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে ৭৩ জন নগরের এবং ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ২৭ হাজার ৫৫৪ জনের। করোনায় মারা গেছেন ১ হাজার ৩৬৫ জন।
বিএনএনিউজ/এইচ.এম।