বিএনএ, চট্টগ্রাম : নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ চট্টগ্রামে ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ( ৫ জুলাই) গভীর রাতে নগরের ডবলমুরিং থানার চৌমুহনী নাজিরপুল কলাবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মান্নান (২৭), মো. জাফর (৫৫), মো. করিম (৩২), মো. জাহাঙ্গীর হোসেস (৪০), তাজুল ইসলাম (৬০), মো. আলমগীর (৪৭), মো. কামাল (৩৮) ও মো. সুমন (২৯)।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, দুজনকে বাইরে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। এসময় তাদের গন্তব্য জানতে চাইলে ওষুধ কিনতে যাওয়ার কথা জানায় তারা। পরে চৌমুহনী নাজিরপুল কলাবাগান গলির ভিতরে শাহ আলমের আলমিরার কারখানায় জুয়ার আসর থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ২৪/আমিন