স্পোর্টস ডেস্ক: পেরুকে হারিয়ে চলতি আসরের প্রথম দল হিসেবে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচের পর জয়ের অন্যতম নায়ক নেইমার জুনিয়র জানিয়েছেন তিনি ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে চান।
মঙ্গলবার (৬ জুলাই) নেইমার বলেন, ‘আমি ফাইনালে আর্জেন্টিনাকে চাই। আমি তাদের উৎসাহিত করছি। ওখানে আমার অনেক বন্ধু আছে এবং ফাইনালে ব্রাজিলই জিতবে।’
বুধবার সকালে সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। এদিনই বোঝা যাবে নেইমারের আশা পূরণ হবে কী না। ১০ জুলাই মারাকানায় অনুষ্ঠিত হবে ফাইনাল।
এখন পর্যন্ত টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি দল দুটি। ব্রাজিল আর্জেন্টিনা লড়াই ছাড়াও মেসি-নেইমার লড়াই দেখতে তাকিয়ে থাকবে ফুটবল বিশ্ব। চলতি টুর্নামেন্টে দুজনেই আছেন ফর্মে। মেসি সমান ৪টি করে গোল ও অ্যাসিস্ট; অন্যদিকে নেইমারের ২টি গোল ও ৩টি অ্যাসিস্ট।
সেমিতে পেরুকে হারানোর একমাত্র গোলের কারিগর নেইমার। ৩৫ মিনিটে বাঁ দিক থেকে পেরুর দুজন ফুটবলারকে পরাস্ত করে ডি বক্সের মাঝে থাকা পাকুয়েতার দিকে বল বাড়ান নেইমার। গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে সেলেসাওদের এগিয়ে দেন পাকুয়েতা।
বিএনএনিউজ২৪/এমএইচ