বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবাহী ড্রেজারের ধাক্কায় রায়খালী খালের ওপর নির্মিত কাঠের সেতু ভেঙে দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী ও শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যে যোগাযোগের জন্য এই সেতু ব্যবহার হয়ে আসছে। সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন গোমদণ্ডী ও শাকপুরা ইউনিয়নের হাজারও বাসিন্দা। উভয় পাড়ে পারাপার বন্ধ রয়েছে।
আরও পড়ুন: কালুরঘাট সেতুতে কার্পেটিংয়ের কাজ শুরু
বোয়ালখালী পৌর কাউন্সিলর মো. ইসমাইল হোসেন চৌধুরী আবু বলেন, সকাল ১১টার দিকে একটি বালুবাহী ড্রেজার ধাক্কা দিলে কাঠের সেতুটি ভেঙে পড়ে। এ সময় সেতুতে থাকা দুই ব্যক্তি খালে পড়ে আহত হন। তারা সাঁতরে পাড়ে উঠেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আপাতত পারাপারের জন্য পৌরসভার পক্ষ থেকে একটি সাম্পানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/হাসনা