26 C
আবহাওয়া
৭:৫৭ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

বাসের ধাক্কা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের  মিরসরাইয়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় মুমিন উল্ল্যাহ (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছে। শুক্রবার (০৬ মে) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা বাজারের বাইপাস এলকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা গ্রামের মৃত হাজী রঞ্জুন জামানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,  নিহত মুমিন উল্ল্যাহ চা খাওয়ার জন্য মিঠাছড়া বাজার আসলে সড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশকে বুঝিয়ে দেয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন সংবাদমাধ্যম কে বলেন, দুপুরে মিঠাছড়া বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোমিন উল্লাহ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্ত হওয়ার পর আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্থর  করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ