বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আইন বিভাগের ইনজিনিয়াস প্লাটফর্মের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার( ৫ এপ্রিল ) সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটির সভাপতি সাফায়েত সিফাত ও সম্পাদক এ্যাডভোকেট মো. মামুন হোসেন ১৬ সদস্যের এই কমিটির অনুমোদন দেন। বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী রুবাইয়াত-আল-মাহিমকে সভাপতি এবং মোহাম্মদ রেজাউনুল ইসলাম গনিকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটির সহ-সভাপতি পদে ফাহিম হোসেন, ফাইজা কামাল মুনমুন, যুগ্ম সম্পাদক পদে ওসমানী রাকিব, মায়েশা রহমান রোদিতা, মোঃ বায়েজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে রেদওয়ান তানজিম, মিথিলা মিনহা, অর্থ সম্পাদক পদে সামিউল আলম, অফিস সম্পাদক পদে ফয়সাল আহমেদ সরকার, দক্ষতা উন্নয়ন সম্পাদক পদে মোঃ মেহেরাজ হোসেন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সামিহা আক্তার, প্রেস অ্যান্ড মিডিয়া সম্পাদক পদে তৈমোন্নাহার তিশা, তথ্য ও যোগাযোগ সচিব পদে ইমতিয়াজ আহমেদ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার পদে নুরা জান্নাত পলিসহ মোট ১৬ জনকে মনোনীত করা হয়েছে।
নবনিযুক্ত সভাপতি রুবাইয়াত-আল-মাহিম বলেন, “ইনজিনিয়াস প্ল্যাটফর্ম মূলত আইনের ছাত্রদের স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট পাশাপাশি নেতৃত্বের গুণাবলি আনয়নের জন্য স্থাপিত। গত কমিটিতে স্কিল ডেভেলপার সেক্রেটারি হিসেবে কাজ করেছিলাম। বড় ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার উপর বিশ্বাস রেখে প্রেসিডেন্ট পদে নির্বাচন করার জন্য। আমার লক্ষ্য থাকবে প্রেসিডেন্ট হিসেবে এ কমিটির মাধ্যমে দেশব্যাপী আইনের ছাত্রদের নিয়ে কয়েকটি প্রোগ্রাম করা পাশাপাশি জুনিয়রদের স্কিল ডেভেলপমেন্ট এর জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালিত করা।”
‘ইনজিনিয়াস প্ল্যাটফর্ম’ সংগঠনটি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন যা ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির অন্যতম উদ্দেশ্য শিক্ষার্থীদের এমন একটি প্লাটফর্ম দেয়া, যেখানে তারা মনে জমে থাকা অস্বস্তি বা ভয়কে জয় করে শিখতে এবং শেখাতে পারবে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য পাবলিক স্পিকিং কম্পিটিশন, বিতর্ক প্রতিযোগিতা, একাডেমিক বিশেষ ক্লাস, নতুন নতুন আইনের ওপর বিশেষ আলোচনা অনুষ্ঠান ইত্যাদি আয়োজন করে আসছে।
বিএনএ/আদনান, ওজি