32 C
আবহাওয়া
৮:০১ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৫
Bnanews24.com
Home » বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ, বগুড়া : বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ায় বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ফাহিন হোসেন (৫০)।

বগুড়া সদর থানা পুলিশ জানায়, প্রাইভেট কারটি বগুড়া থেকে নওগাঁ যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রাইভেট কারটি দুমড়েমুছড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরো তিনজন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেট কারটি কেটে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

বিএনএনিউজ/এইচ,এম।

Loading


শিরোনাম বিএনএ