15 C
আবহাওয়া
৬:১৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » কুবিতে ‘উম্মাহ’র উদ্যোগে বিনামূল্যে অর্থসহ কুরআন বিতরণ

কুবিতে ‘উম্মাহ’র উদ্যোগে বিনামূল্যে অর্থসহ কুরআন বিতরণ

কুবিতে 'উম্মাহ'র উদ্যোগে বিনামূল্যে অর্থসহ কুরআন বিতরণ

বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীদের সংগঠন ‘উম্মাহ’ এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে অর্থসহ কুরআন বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল (৭ এপ্রিল) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১১২ টি অর্থসহ কুরআন বিতরণ করা হবে।

উম্মাহ’র সদস্য সায়েম নুর বলেন, শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআনগুলো বিতরণ করা হবে, যাদের কাছে ব্যক্তিগত অর্থসহ কুরআন নেই। এক্ষেত্রে অমুসলিম শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। অমুসলিমদের কেউ যদি সরাসরি নিতে ইতস্তত বোধ করে তারা এই নাম্বারে (01676264450) ম্যাসেজ দিলে তাদেরকে আমরা নিজ দায়িত্বে কুরআন পৌঁছে দিব।

‘উম্মাহ’র সদস্যরা আরো জানান, যেহেতু আমাদের সীমিত সংখ্যক(১১২টি) কুরআন আছে । তাই শুধু স্বশরীরে উপস্থিত মুসলিম শিক্ষার্থীদের একটি করে অর্থসহ কুরআন উপহার দেয়া হবে। ইচ্ছে থাকলেও এর বেশি দেয়া বা অনুপস্থিত ব্যক্তির জন্য কুরআন রেখে দেয়ার সুযোগ আমাদের নেই।

বিএনএনিউজ২৪.কম/হাবিবুর রহমান/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ