বিএনএ ডেস্ক: নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৭ এপ্রিল) চার ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার সকাল ০৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারাবো হতে আড়াই হাজার পর্যন্ত সকল শ্রেণি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
এর আগে রাজধানী ও আশ পাশের এলাকায় গ্যাস সংকটের কারণে দুঃখ প্রকাশ করে তিতাস এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত দুইদিন বিবিয়ানা গ্যাস ফিল্ডে সমস্যা দেখা দেয়ায় জরুরি মেরামতের জন্য কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্পচাপের সৃষ্টি হয়েছিল। আমাদের অভিজ্ঞ প্রকৌশলীবৃন্দের নিরলস পরিশ্রমের ফলে আমরা ধীরে ধীরে সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি।’
এতে আরও জানানো হয়, বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে দৈনিক ১২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। সমস্যা দেখা দেওয়ায় যা ৮০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে এসেছিল। বর্তমানে ১০১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ যা ১১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে আশা করা যাচ্ছে।
বিএনএনিউজ২৪/এমএইচ