17 C
আবহাওয়া
৬:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ওয়ানডে সিরিজ : টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দল

ওয়ানডে সিরিজ : টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দল

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ

বিএনএ, স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের শেষ খেলায় টস জিতে ব্যাট করছে বাংলাদেশ দল। এ নিয়ে সিরিজের তিনটি ম্যাচেরই টস জিতেছেন বাংলাদেশ দলের সৌভাগ্যবান অধিনায়ক তামিম ইকবাল।

সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১২টায় সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

মিরপুরে টানা দুই ম্যাচ হেরে সিরিজ জয়ের আর সুযোগ নেই। বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজে বেশ কয়েকবার হোয়াইটওয়াশ হলেও ঘরের মাঠে কোনো প্রতিপক্ষই স্বাগতিক বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারেনি। সেই অহমিকাও হুমকির মুখে লাল-সবুজ জার্সিধারীদের। ইংলিশদের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচটিতে হারলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়বে বাংলাদেশ।

আজ তাসকিন আহমেদকে বাদ দিয়ে বাংলাদেশ একাদশে সুযোগ পেয়েছেন পেসার এবাদত হোসেন।

বাংলাদেশ দল 
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ