25 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৫
Bnanews24.com
Home » ত্বকী হত্যা বিচার চাইতেই ১০ বছর পার

ত্বকী হত্যা বিচার চাইতেই ১০ বছর পার

ত্বকী

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ১০ বছর পূর্ণ হলো আজ সোমবার। আলোচিত এ হত্যাকাণ্ডের এত সময় পেরিয়ে গেলেও এখনো মামলার অভিযোগপত্র দাখিল করা হয়নি। ফলে মামলাটি এখনো বিচারিক আদালতে ওঠেনি। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের গ্রেপ্তার করেছিল তারা জামিনে আছেন।

হত্যার রহস্য উদ্ঘাটন হওয়ায় বিচার বন্ধ করে রাখা হয়েছে বলে দাবি করেছেন ত্বকীর বাবা রফিউর রাব্বী। বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ না দিলে এ হত্যার বিচার হবে না। বিচার হতে হলে প্রধানমন্ত্রীর নির্দেশ প্রয়োজন।’

ত্বকী হত্যার এত বছরেও বিচার না হওয়ায়কে বিচারহীনতার উদাহরণ হিসেবে আখ্যা দেন রফিউর রাব্বী। তিনি বলেন, র‌্যাব বলছে আরও অধিকতর তদন্ত করতে হবে। অথচ র‌্যাবই জানিয়েছিল, আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। এখন আর এটি নিয়ে তদন্তের কিছু নেই। র‌্যাব যদি মনে করে তারা এমন একটি তদন্ত প্রতিবেদন তৈরি করবে, যা থেকে ওসমান পরিবারের নাম বাদ দেবে, তাহলে মানুষ তাদের ওই প্রতিবেদন মানবে না বরং চুনকালি দেবে।

ত্বকীর পরিবারের সদস্যদের মতো নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ও মানবাধিকার কর্মীরা বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন।

সাংস্কৃতিক জোটের নারায়ণগঞ্জ শাখার সভাপতি ভবানী শংকর রায় বলেন, ‘ত্বকীর খুনিদের বিচার তো হবেই, পাশাপাশি যারা বিচার আটকে রেখেছেন তাদেরও বিচার করতে হবে। তাহলে নারায়ণগঞ্জ কলঙ্কমুক্ত হবে।’

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান বলেন, খুনিরা বুক ফুলিয়ে বাইরে ঘোরা ফেরা করছে। ত্বকী মঞ্চের দাবি, ফাইলের জট খুলে, বিচার করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক।

ত্বকী হত্যা মামলায় বাদীর আইনজীবী প্রদীপ ঘোষ বলেন, এ মামলায় গত ১০ বছরে ৬০ বার তারিখ ধার্য হয়েছে। কিন্তু র‌্যাব অভিযোগপত্র জমা দেয়নি। বিচারক প্রতিবেদনের জন্য বারবারই তাগিদ দিয়েছেন। তবে প্রতিবেদন জমার সম্ভাব্য সময়ও জানাতে পারেনি র‌্যাব।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে অপহরণের পর হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীতে ত্বকীর লাশ পাওয়া যায়।

Loading


শিরোনাম বিএনএ