বিএনএ, সাভার : সাভারের রাজফুলবাড়িয়ার শোভাপুর নাভানা ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
রোববার বিকেল সাড়ে চারটার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার শোভাপুর অবস্থিত এই ফার্নিচার কারখানাটিতে আগুন লাগে। মুহুর্তের মধ্যে কারখানার গোডাউনের কাঠ এবং কেমিক্যালের সংস্পর্শে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
সাভার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪টা ৩০ মিনিটে নাভানা ফার্নিচারের আগুন লাগার খবর পাই আমরা। পরে আমাদের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে চলে যায়। পরে আরও ইউনিটের প্রয়োজন হলে ট্যানারি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আসে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
বিএনএ/ ইমরান খান, ওজি