21 C
আবহাওয়া
১১:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জামালপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

জামালপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বাস চাপা

বিএনএ,জামালপুর: জামালপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল কুদ্দুস (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

রোববার (৬ মার্চ) দুপুরে সদর উপজেলার গোপালপুর বাজারে ওই দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক আব্দুল কুদ্দুস বাশচড়া ইউনিয়নের ফরিদপুর ঘুইলেবাড়ির আব্দুল জব্বারের ছেলে।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, গোপালপুর বাজার থেকে কৃষক আব্দুল কুদ্দুস বাইসাইকেলে চড়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। ওই সময় ঢাকাগামী রাজিব বাস তাকে চাপা দেয়। আহত আব্দুল কুদ্দুসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুরে তার মৃত্যু হয়।

বিএনএ/এম শাহীন আল আমীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ