19 C
আবহাওয়া
১২:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সোমবার সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সোমবার সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

বিএনএ ডেস্ক, ঢাকাসোমবার সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৬ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানায়। দ্বিপাক্ষিক এই সফরে চারটির মতো সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানান ড. মোমেন।

সংবাদ সম্মেলন পররাষ্ট্রমন্ত্রী
সংবাদ সম্মেলন পররাষ্ট্রমন্ত্রী

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনে জিম্মি বলে প্রচার হওয়া পাঁচ বাংলাদেশীকে অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশটির ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। এখনও তারা ডিটেনশন সেন্টারেই আছেন।

মন্ত্রী জানান, ইউক্রেনে রকেট হামলায় নিহত হাদিসুর রহমানের মরদেহ দেশটিতে নিরাপদে ফ্রিজিং করে রাখা হয়েছে। এছাড়া জাহাজের বাকি ২৮ নাবিক রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ