18 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » নারীদের ক্রিকেট : জিতল নীল দল

নারীদের ক্রিকেট : জিতল নীল দল

নারীদের ক্রিকেট : জিতল নীল দল

বিএনএ, স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারীদের ক্রিকেটে বাংলাদেশ লাল দলকে ১০ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ নীল দল। শনিবার (৬ মার্চ) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ সাহেদ রেজা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামা লাল দল সুবিধা করতে পারেনি। নীল দলের ফারিহা তৃষ্ণার বোলিং তোপে ২৮ ওভারে ৬৩ রান করতেই শেষ হয়ে যায় ইনিংস। লাল দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন অর্থি।

৬৪ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ষোলো তম ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ নীল দল। ৩১ ও ২৫ রান করে অপরাজিত থাকেন দুই ওপেনার শামীমা ও মুর্শিদা।

১৪ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরষ্কার জিতে নেন নীল দলের বোলার ফারিহা তৃষ্ণা। ৮ই মার্চ একই মাঠে সবুজ দলের মুখোমুখি হবে নীল দল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ