25 C
আবহাওয়া
৭:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বার্নলি রুখে দিল আর্সেনালকে

বার্নলি রুখে দিল আর্সেনালকে

বার্নলি রুখে দিল আর্সেনালকে

বিএনএ,স্পোটর্সডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলি এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। শনিবার(৫মার্চ)বার্নলির ঘরের মাঠ টার্ফ মুর ফুটবল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে । ২৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে আর্সেনাল। অন্যদিকে ২৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পনেরতম স্থানে বার্নলি।
বার্নলি রুখে দিল আর্সেনালকে

খেলা শুরু মাত্র ছয় মিনিটে এগিয়ে যায় আর্সেনাল।গতির শর্টে গোলটি করেন পিয়েরে-এমেরিক আউবামিয়াং।২২ তম মিনিটে লিড দ্বিগুণের সুযোগ নষ্ট করে সাকা।গোল রক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। ৩৯ তম মিনিটে ক্রিস উড গোল করলে সমতায় ফিরে স্বাগতিকরা। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আর কোন দল করতে না পারলে পয়েন্ট ভাগাভাগি করে দুদল।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ