16 C
আবহাওয়া
৭:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » সাড়ে ১০ কোটি টাকার ইয়াবা বড়িসহ মাদক কারবারি র‌্যাবের জালে

সাড়ে ১০ কোটি টাকার ইয়াবা বড়িসহ মাদক কারবারি র‌্যাবের জালে

সাড়ে ১০ কোটি টাকার ইয়াবা বড়িসহ মাদক কারবারি র‌্যাবের জালে

বিএনএ, চট্টগ্রাম : কক্সবাজারে সাড়ে ১০ কোটি টাকার ৩ লাখ ৫০ হাজার ইয়াবা বড়িসহ মো, গুরা মিয়া (৬৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ থানাধীন সাবরাং ইউপির হারিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গুরা মিয়া ওই এলাকার মৃত বদিউল আলমের ছেলে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুরা মিয়াকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিতিতে পলাতক আসামি ফয়েজ উল্লাহ প্রকাশ ভুট্টোর টিনশেড বসতঘর থেকে ১ টি প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা ২ লাখ এবং পলাতক আসামি মো. ইসমাইলের বসতঘরে ১ টি প্লাস্টিকের বস্তা হতে ১ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা। এ সংক্রান্তে টেকনাফ থানায় মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ