স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল খেলা শুক্রবার (৭ ফেব্রুয়ারি)। ফাইনালে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম কিংস। এর আগে ২০১৩ সালে ফাইনালে উঠলেও, রানার্স-আপ হয়েছিলো চট্টগ্রাম।
আধিপত্য ধরে রাখবে কী বরিশাল, ঘরে তুলবে টানা দ্বিতীয় শিরোপা, নাকি দুঃখ ঘুচিয়ে শিরোপা যাবে বন্দরনগরীতে? সে সাথে সবার মনে প্রশ্ন টুর্নামেন্ট সেরা হবেন কে?
আগের ১০ আসরে চারবারই এমন সম্মান জুটেছে সাকিব আল হাসানের ললাটে। শেষবার এই পুরস্কার জেতেন তামিম ইকবাল। তাদের ছাড়াও বিপিএল সেরা হয়েছেন- মাহমুদউল্লাহ রিয়াদ, আসহার জাইদি, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও নাজমুল হোসেন শান্ত।
তবে এই আসরে তাদের মধ্যে তামিম ছাড়া আর কেউই নেই আলোচনায়।
মাহমুদউল্লাহ রিয়াদও নেই দৌঁড়ে, ৭ ম্যাচে ১৯৯ রান আর মাত্র একটা উইকেট তার ঝুলিতে। তবে তামিম ইকবাল ধারাবাহিক ভালো করেছেন। ১৩ ম্যাচে ৩৫৯ রান নিয়ে আছেন তালিকার ৭ নম্বরে। তবে রান আরো বাড়িয়ে নিতে ফাইনাল ম্যাচ তো পাচ্ছেনই তিনি!
ফাইনালে ব্যাট হাতে দারুণ কিছু নিশ্চয়ই করতে চাইবেন তামিম। তাই যদি হয়, তবে টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার উঠতে পারে বরিশাল অধিনায়কের হাতে। তবে এই লড়াইয়ে তার আছে বেশ কয়েকজন শক্ত প্রতিদ্বন্দ্বীও।
খুলনার মেহেদী মিরাজ। ১৪ ইনিংসে ১৩৩ স্ট্রাইকরেটে ৩৫৫ রান তার। আছেন তামিমের পর দিয়েই। ১৩ উইকেট আছে তার।
একই দলের নাইম শেখ। আসরে সর্বোচ্চ ৫১১ রান তার। স্ট্রাইকরেট ১৪৪।
এদিকে ফাহিম আশরাফ দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী, সংখ্যা ২০। সেইসাথে ব্যাট হাতে আছে ১০২ রান।
চট্টগ্রামের পেসার খালেদ আহমেদ ২০ উইকেট নিয়েছেন। সর্বোচ্চ ২৫ উইকেট নেয়া রাজশাহীর পেসার তাসকিন আহমেদও আলোচনায় রয়েছেন। এখন অপেক্ষার পালা। কে হচ্ছেন সেরা খেলোয়াড়?
বিএনএ,এসজিএন