16 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৬

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৬


বিএনএ, বিশ্বডেস্ক : সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ওয়াশিংটনের মিত্র কুর্দি বাহিনীর অন্তত ছয়জন যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার ভোররাতে এ হামলার ঘটনা ঘটেছে বলে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) জানিয়েছে।

ইরানের সমর্থন পাওয়া মিলিশিয়াদের ছত্রছায়ায় থাকা একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে, জানিয়েছে বিবিসি।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) জানিয়েছে, গতকাল সোমবার মধ্যরাতে পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রে তাদের কমান্ডো একাডেমিতে এ হামলা হয়।

এসডিএফের অভিযোগ, সামরিক ঘাঁটির অদূরে সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত একটি এলাকা থেকে ড্রোন পাঠিয়ে এই হামলা চালান ইরান-সমর্থিত সশস্ত্র যোদ্ধারা।

রয়টার্স জানিয়েছে, এই ড্রোন হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি বা তাদের পক্ষে কেউ হতাহত হয়েছে কিনা তা প্রকাশ করেনি। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্রের প্রায় ৮০০ সেনা দেশটিতে মোতায়েন আছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ