বিএনএ, ঢাকা: পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম জানিয়েছেন, চূড়ান্ত হিসেবে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ। সোমবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের তথ্য যাচাই শেষে এনইসি অডিটরিয়ামে পরিকল্পনা প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
গত বছরের ২৭ জুলাই জনসংখ্যা ও আবাসন শুমারি-২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়েছিল, দেশের মোট জনসংখ্যার মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং হিজড়া ১২ হাজার ৬২৯ জন।
বিএনএনিউজ২৪, বিএম, জিএন