19 C
আবহাওয়া
৭:৫১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ঈদগাঁওয়ে ইজিবাইক চালকের রহস্যজনক মৃত্যু

ঈদগাঁওয়ে ইজিবাইক চালকের রহস্যজনক মৃত্যু

ঈদগাঁওয়ে ইজিবাইক চালকের রহস্যজনক মৃত্যু

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারে মোহাম্মদ ইয়াছিন নামে এক ইজিবাইক চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার ( ৬ ফেব্রুয়ারি) সকালে ঈদগাঁও বাজারে আমির হোছাইন প্রকাশ-মাস্টারের গ্যারেজ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইয়াছিন ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ার জমির উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়ায় বসবাস করতেন। এ ঘটনার পর থেকে গ্যারেজের মালিক আমির হোছাইন ও কর্মচারি আনু পালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইয়াছিনকে গ্যারেজের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন সহকর্মী বাজারের মা-মনি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঈদগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

ইয়াছিনের স্ত্রী তাজমিন আক্তার জানান, সকালে ইজিবাইক নিয়ে গ্যারেজের উদ্দেশ্যে বের হন তার স্বামী। কিন্তু এর দেড় ঘণ্টা পরেই খবর পান যে, তার তিনি মারা গেছেন। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হালিম জানান, তদন্তে ঘটনার প্রকৃত কারণ জানা গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে ধারণা করছে পুলিশ।

বিএনএনিউজ২৪.কম/রেজাউল করিম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ