17 C
আবহাওয়া
৬:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে সন্ত্রাসীদের আস্তানায় র‌্যাবের অভিযান, গুলি বিনিময়

চট্টগ্রামে সন্ত্রাসীদের আস্তানায় র‌্যাবের অভিযান, গুলি বিনিময়

র‌্যাব

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের জঙ্গলসলিমপুরের ছিন্নমূল বস্তি ও পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়েছে  র‌্যাব। এসময় সন্ত্রাসীদের সাথে র‌্যাব সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে ।

শনিবার (৫ জানুয়ারি) রাতে  বিষয়টি  নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার। তিনি জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানায় এই অভিযান চালানো হয়েছে।  এসময় অস্ত্র ও গোলাবারুদসহ কয়েকজনকে আটক করা হয়েছে।  অভিযানের বিষয়ে রোববার সকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ভোরে জঙ্গল ছলিমপুর থেকে র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক হয় ২৭ মামলার আসামি ছিন্নমূল সংগঠনের নেতা ও চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ