25 C
আবহাওয়া
১২:৫১ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » যুব বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

যুব বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত


বিএনএ, স্পোর্টস ডেস্ক: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। অ‍্যান্টিগার ফাইনালে ভারতের যুবারা জিতেছে ৪ উইকেটে।

শনিবার (ফেব্রুয়ারি) অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাতে ইংলিশ যুবাদের দেওয়া ১৯০ রানের লক্ষ্য ১৪ বল হাতে থাকতে ছুঁয়েছে ভারত। জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামে ভারত।

তারা ৪৭.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে ভারতীয় যুব দল। দীনেশ ২টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। নিশান্ত সিন্ধু ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৫০ রান করে নট-আউট থেকে যান।

ভারতের হয়ে হরনূর ২১, রশাদ ৫০, যশ ধুল ১৭, রাজ বাওয়া ৩৫ ও কৌশল তাম্বে ১ রান করেন। খাতা খুলতে পারেননি অংকৃষ। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন বয়ডেন, সেলস ও আসপিনওয়াল।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল‍্যান্ড অনূর্ধ্ব-১৯: ৪৪.৫ ওভারে ১৮৯/১০ (জেমস রিউ ৯৫, জেমস সেলস ৩৪*, জর্জ থমাস ২৭; রবি ৯-১-৩৪-৪, বাওয়া ৯.৫-১-৩১-৫)

ভারত অনূর্ধ্ব-১৯: ৪৭.৪ ওভারে ১৯৫/৬ (শেখ রশিদ ৫০, নিসান্ত সিন্ধু ৫০, রাজ বাওয়া ৩৫; বয়ডেন ৭-১-২৪-২, আস্পিনওয়াল ৯-০-৪২-২)

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ