বিএনএ, ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(৬ জানুয়ারি ২০২৫) সকাল ৮টার দিকে গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, ঘটনাস্থল থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে, যা নারীর গলাকাটার কাজে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখনও নিহত নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পূর্বাচল এলাকা থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে। এতে এলাকাটি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন। পুলিশ নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিএনএনিউজ২৪, এসজিএন/এইচমুন্নী