বিএনএ, বিশ্বডেস্ক : রুশ অর্থোডক্স চার্চের অনুরোধে অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির এ নির্দেশ দেন পুতিন।
ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর উদ্দেশ্যে বৃহস্পতিবার এক লিখিত আদেশে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আগামী শুক্র ও শনিবার (৬ ও ৭ জানুয়ারি) যেন রুশ সেনারা যুদ্ধ থেকে বিরত থাকেন।
জানা গেছে, রাশিয়া ও ইউক্রেনের বাসিন্দারা অধিকাংশই অর্থোডক্স খ্রিস্টান। অর্থোডক্স খ্রিস্টানরা ক্রিসমাস উদযাপন করে ৬-৭ জানুয়ারি। বৃহস্পতিবার রুশ অর্থোডক্স চার্চের প্রধান মস্কোর প্যাট্রিয়ার্ক কিরিল এ ক্রিসমাস উপলক্ষে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষকেই যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছিলেন।
পুতিন বলেন, অর্থোডক্সিতে বিশ্বাসী বিপুল সংখ্যক নাগরিক যুদ্ধ এলাকায় বসবাস করেন। ক্রিসমাসের আগের দিন এবং সেসঙ্গে ক্রিসমাসের দিন তাদের গির্জার পরিষেবাগুলিতে যোগ দেওয়ার জন্য আমরা ইউক্রেনকে যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বান জানাচ্ছি।
বিএনএ/ ওজি