বিএনএ, স্পোর্টস ডেস্ক : ফেডারেশন কাপের ফাইনালে উঠল ঢাকা আবাহনী লিমিটেড। ফাইনালে রহমতগঞ্জ মুসলিম এন্ড ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে খেলবে তারা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কমলাপুরে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফেডারেশন কাপের ২য় সেমি-ফাইনালে টাইব্রেকারে সাইফ স্পোর্টিং ক্লাবকে ৪-৩ গোলে হারিয়েছে নীল আকাশী জার্সির দলটি।
নির্ধারিত ৯০ মিনিট ২-২ গোলে সমতায় ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ন ম্যাচটি। অতিরিক্ত সময়েও ম্যাচ ৩-৩ গোলে সমতায় থাকায় টাইব্রেকোরে নিস্পত্তি হয় জয় পরাজয়। আগামী রোববার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
টাইব্রেকারে আবাহনীর মিলাদ শেখ সোলাইমানি, রেজাউল করিম, মেহেদি হাসান রয়েল, নুরুল নাইম ফয়সাল লক্ষ্যভেদ করেন। সাইফের এমেরি বাইসেঙ্গে, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম লক্ষ্যভেদ করেন। জামাল ভূইয়া ও এমফন সানডে উদোহর শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে আবাহনীকে জয় এনে দেন গোলরক্ষক শহিদুল আলম সোহেল।
এর আগে একই ভেন্যুতে প্রথম সেমি-ফাইনালে পিছিয়ে পড়ার পরও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রহমতগঞ্জ। ম্যাচের প্রথমার্ধে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন ডিফেন্ডার রাজিব হোসেন। তবে রহমতগঞ্জের হয়ে বিরতির পর দুই গোল করেন যথাক্রমে ঘানার ফরোয়ার্ড ফিলিপ আদজাহ টেট্টি ও নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা।
এর আগে কোয়ার্টার ফাইনালে লে. শেখ জামাল ধানমন্ডী ক্লাবকে ৬-০ গোলে হারিয়ে শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছিল আবাহনী। অপরদিকে গত আসরের রানারআপ সাইফ ২-০ গোলে স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছিল।
বিএনএনিউজ/এইচ.এম।