17 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ভাসানচরে কাউকে জোর করে নেওয়া হয়নি -স্বরাষ্ট্রমন্ত্রী

ভাসানচরে কাউকে জোর করে নেওয়া হয়নি -স্বরাষ্ট্রমন্ত্রী

ভাসানচরে কাউকে জোর করে নেওয়া হয়নি -স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ, ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভাসানচরে কাউকে জোর করে নেওয়া হয়নি।রোহিঙ্গাদের সম্মতিতেই ভাসানচরে নেওয়া হয়েছে।

বুধবার(৬ জানুয়ারী )  দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোহিঙ্গা সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভা শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রী।

ভাসানচরে প্রয়োজন ছাড়া উৎসুক জনতা যেতে পারবে না উল্লেখ করে  তিনি বলেন, আমরা দেখছি উৎসুক জনতা নোয়াখালী থেকে যাতায়াত শুরু করেছে ভাসানচরে। আপনাদের মাধ্যমে (সাংবাদিক) জানাতে চাই, প্রয়োজন ছাড়া ওখানে গিয়ে উৎসুক মানুষজন যেন আরেকটা সমস্যা তৈরি না করে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।

ক্যাম্পগুলোর চারদিকে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাঁটাতারের বেড়া নয়,  চারদিকে একটা ওয়াকওয়ে ও টাওয়ার থাকবে। যেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে যাতে করে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায়। এই কাজটা তাড়াতাড়ি শেষ করার জন্য এই সভায় নিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজটি সুসম্পন্ন করবে আমাদের সেনাবাহিনী।

তিনি আরও জানান, ‘দুটি ক্যাম্প ইউনিট তৈরি করা হয়েছে রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য। অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ প্রয়োজনে বিজিবি ও র‌্যাবের সহযোগিতা নেবে।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘সভায় মিয়ানমারে সংগঠিত অভ্যন্তরীণ দাঙ্গার কারণে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন, তারা কী অবস্থায় আছে, তারা কীভাবে যাবে— সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ