17 C
আবহাওয়া
১২:৩৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মাটির পুনর্ব্যবহারে গবেষণার জন্য কৃষি উপদেষ্টার নির্দেশনা

মাটির পুনর্ব্যবহারে গবেষণার জন্য কৃষি উপদেষ্টার নির্দেশনা

মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী

ঢাকা : কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) উপদেষ্টা জলাধার রক্ষা, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ, বনভূমি রক্ষা ও নতুন বনায়ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি যথাযথ গবেষণার মাধ্যমে প্রাকৃতিক কৃষি পদ্ধতি অবলম্বন করা এবং মাটির সঠিক ব্যবহার ও পুনর্ব্যবহার নিশ্চিত করতে কৃষিবিদদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িস্থ কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে ‘বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, দেশের বেকারত্বের হার হ্রাসে কৃষিখাতকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের কৃষির ওপর নির্ভরশীল ৭০ শতাংশ মানুষের মুখে হাসি ফোটাতে বৈষম্যমুক্ত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে কৃষিকে গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, কৃষি খাতে প্রায়োগিক গবেষণা বাড়াতে হবে। প্রতিটি গবেষণার ফলাফল কৃষক পর্যন্ত পৌঁছাতে হবে। দেশের বর্ধিষ্ণু জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে কৃষিজমি রক্ষার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, শিল্পায়নের নামে যাতে উর্বর কৃষিজমি অকৃষি খাতে চলে না যায়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন।

জাহাঙ্গীর আলম আরো বলেন, প্রতি বছর সার খাতে বিপুল পরিমাণ ভরতুকি দিচ্ছে সরকার। সার বরাদ্দের শর্তে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এই ভরতুকি কতদিন চলমান রাখা সম্ভব তাও ভাবনার বিষয়। কীভাবে রাসায়নিক সারের ব্যবহার কমানো যায় সে সম্পর্কে গবেষণা জোরদার করার জন্য উপদেষ্টা আহ্বান জানান।


কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএও এর বাংলাদেশস্থ প্রতিনিধি ড. জাউকিন শি।


অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. এম জহির উদ্দিন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ