20 C
আবহাওয়া
১১:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ড.ইউনূসের নেতৃত্বে গঠন হচ্ছে জাতীয় সরকার?

ড.ইউনূসের নেতৃত্বে গঠন হচ্ছে জাতীয় সরকার?


বিএনএ ডেস্ক : ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে একজন আইনজীবীকে হত্যার ঘটনা, বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আরজি জানানো এবং সবশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বুধবার বিএনপি, জামায়াতে ইসলামী, বিভিন্ন ইসলামপন্থী দল, বাম দলসহ ৩৫টির মতো রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক করেন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সংলাপে প্রধান উপদেষ্টা সূচনা ও সমাপনী বক্তব্য দেন।

YouTube player

প্রধান উপদেষ্টা ড. ইউনূস, ছাত্র-জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তা রুখে দিতে সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা যে স্বাধীনতা পেয়েছি, একযোগে পেয়েছি। কোনো মতভেদের মাধ্যমে পাইনি, কাউকে ধাক্কাধাক্কি করে পাইনি। যারা আমাদের বুকের ওপর চেপে ছিল, তাদের বের করে দিয়েছি।’

বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। এর নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বৈঠক থেকে বের হয়ে তিনি বলেন, ‘এই যে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির যে অপচেষ্টা হচ্ছে, তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে দ্রুত নির্বাচন দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

বৈঠক থেকে বেরিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশবাসী আগামী দু-এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জামায়াতে ইসলামীর আমির দেশবাসীকে কী সু সংবাদ দিতে যাচ্ছেন তা পরিস্কার না করলেও হাটে হাড়ি ভেঙ্গে দিয়েছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি দেশে দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং ৬ মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধের প্রস্তাব করেছেন।

দেশের চলমান নানা ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক দলের বৈঠকে আমন্ত্রণ পায়নি জাতীয় পার্টি।

এদিকে বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন লিবারেল ডেমোক্রেটিকপার্টি- এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ড.  অলি আহমেদ। কিন্তু বৈঠকে অংশ না নিয়েই ফেরত গেছেন তিনি। বুধবার  বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তার কারণ জানিয়েছে দলটি।

বিবৃতিতে বলা হয়, দেশের চলমান নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিতে এলডিপির প্রেসিডেন্ট ড. অলি আহমেদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকে ফরেন সার্ভিস একাডেমিতে যাওয়ার জন্য গত মঙ্গলবার রাতে দাওয়াত দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। সেই মোতাবেক বুধবার বিকাল ৩টার পর সেখানে যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম এবং ড. রেদোয়ান আহমেদ।

প্রবেশপথে খোঁজ নিয়ে তারা জানতে পারেন সেখানে অতিথি তালিকায় তাদের নাম নেই। তারা অনুষ্ঠানস্থলে না গিয়ে বাসায় চলে আসেন। পরে উপদেষ্টা আদিলুর রহমান খান যোগাযোগ করলেও তারা আর অনুষ্ঠানে যোগ দেননি বলে বিবৃতিতে বলা হয়।

বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে এলডিপি প্রধান ড.অলি আহমেদ ভারতকে হুশিয়ারী দিয়ে বলেছেন, বাংলাদেশের অনেক নিউক্লিযাস অস্ত্রধারী বন্ধু  আছে। সুতরাং বাংলাদেশকে হালকা করে দেখার সুযোগ নেই।

রাজনৈতিক বিশ্লেষকরা, মনে করেন, ভারতের ক্রমবর্ধমান চাপ মোকাবেলা করতে বিএনপির দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তাবের প্রতি আগ্রহ নেই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের। বরং অন্তর্বর্তীকালীন সরকার গণ অধিকার পরিষদের প্রস্তাবিত ‘জাতীয় সরকার’ গঠনের দিকে হাঁটছে।

বিএনএনিউজ,শামীমা চৌধুরী শাম্মী /এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ