বিএনএ ডেস্ক : রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসা থেকে রাকিবা আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় বাড্ডার ২ নং রোডের ৪৫/৮৫ নং আব্দুল্লাহ বাগের বাসার নিচ তলার বাসায় এ ঘটনা ঘটে । বৃহস্পতিবার বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা।
স্বজনরা জানান, রাকিবা বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামের রফিক হাওলাদারের মেয়ে। বর্তমানে আব্দুল্লাহ বাগের বাসায় ভাড়া থাকতো। তিনি বাড্ডা কলেজিয়েট হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
এস আই ফাতেমা সিদ্দিকা সোমা জানান, খবর পেয়ে গতকাল সন্ধ্যায় বাড্ডার ২ নং রোডের ৪৫/৮৫ নং আব্দুল্লাহ বাগের বাসার নিচ তলার একটি কক্ষ থেকে গলায় ওড়না প্যাঁচানো সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, গতকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যে কোন এক সময় সবার অগোচরে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে এই ঘটনাটি ঘটায় কিশোরী রাকিবা। কিন্তু তার পরিবারের কেউই এই বিষয়ে কিছু জানে না। তাই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিএনএ/ আজিজুল, ওজি/এইচমুন্নী