21 C
আবহাওয়া
১১:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » আশিয়ান সিটির জমি বিক্রিতে বাধা নেই: আপিল বিভাগ

আশিয়ান সিটির জমি বিক্রিতে বাধা নেই: আপিল বিভাগ

আশিয়ান সিটি প্রকল্পে বাধা নেই আর রায় দিয়েছেন আপিল বিভাগ

বিএনএ, ঢাকা:আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড রাজধানীর উত্তরা ও বিমানবন্দরসংলগ্ন ৩৩ একর জায়গায় আশিয়ান সিটি প্রকল্পের কার্যক্রম চালাতে পারবে বলে দেওয়া রায় বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।

ওই রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদন (রিভিউ) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ  বৃহস্পতিবার(৫ এপ্রিল) এ আদেশ দেন।

এর আগে ওই প্রকল্প নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক আপিল নিষ্পত্তি করে গত বছরের ২২ নভেম্বর রায় দেন আপিল বিভাগ। রায়ে বলা হয়, আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড ৩৩ একর ভূমিতে তাদের প্রকল্পের কার্যক্রম চালানোর অধিকারী।

এই রায় পুনর্বিবেচনা চেয়ে রিট আবেদনকারীপক্ষ ও রাষ্ট্রপক্ষ চলতি বছর পৃথক আবেদন (রিভিউ) করে। শুনানি নিয়ে পৃথক আবেদন খারিজ করে আজ আদেশ দেওয়া হয়।

আদালতে রিট আবেদনকারীপক্ষে (রিভিউ আবেদনকারী) শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী এস হাসানুল বান্না।

আশিয়ান সিটির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও আহসানুল করিম। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী রাগীব রউফ চৌধুরী ও মো. হোসনে মোবারক। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ।

২০১২ সালে বেলা এবং অন্যান্য কয়েকটি এনজিও হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করে যাতে আশিয়ান সিটির সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এ রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে হাইকোর্টে আবেদন করে আশিয়ান সিটি কর্তৃপক্ষ।

২০১৬ সালের ১৬ আগস্ট হাইকোর্ট রিভিউ মঞ্জুর করে প্রকল্প অবৈধ ঘোষণার রায় বাতিল করেন। এই রায়ের রিট আবেদনকারী পক্ষ ও রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। আপিল বিভাগ ২০১৭ সালের ৭ আগস্ট লিভ মঞ্জুর করেন। একই সঙ্গে হাইকোর্টের দেওয়া রিভিউয়ের রায় স্থগিত করেন। এ ছাড়া আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আশিয়ান সিটি প্রকল্পের সব ধরনের কার্যক্রমে স্থগিতাদেশ দেওয়া হয়।

২০১৭ সালে পৃথক আপিল করে রিট আবেদনকারী পক্ষ ও রাষ্ট্রপক্ষ। আপিলের ওপর গত বছরের ৩১ অক্টোবর শুনানি শুরু হয়। শুনানি শেষে ২২ নভেম্বর আশিয়ান সিটি প্রকল্পের কার্যক্রম চালাতে পারবে বলে রায় দেয় আপিল বিভাগ। এই রায়কে চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) রিভিউ আবেদন করে। আজ বেলার করা রিভিউ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

বিএনএনিউজ/ নাবিদ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ