বিএনএ, চট্টগ্রাম: পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ প্রকাশ ‘বুড়ির নাতি’কে ধরতে অভিযানে যায় পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়েই গুলি চালায় সাজ্জাদ। তার চালানো গুলিতে পুলিশের দুই সদস্যসহ মোট চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে, পুলিশের ওপর গুলি চালিয়ে সাজ্জাদ পালিয়ে গেলেও তার স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সাজ্জাদের অবস্থান জানতে পেরে নগরের অক্সিজেন মোড়ের জালালাবাদ পেট্রোল পাম্পের পেছনে সাত তলা ভবনের পঞ্চম তলায় অভিযান চালায় পুলিশ।
আহত দুই পুলিশ সদস্য হলেন— চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক ফাইয়াছ হাসমিনুর রোবেল এবং রাজু আহমেদ। এছাড়াও কাজল কান্তি দে (৩৬) ও মো. জাবেদ (৩৪) নামে দুইজন সাজ্জাদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে কাজল কান্তি দে অক্সিজেন মোড়ের সিটি ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। আহত দুই পুলিশ সদস্য দামপাড়া পুলিশ হাসপাতালে এবং স্থানীয় দুজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদের অবস্থান শনাক্ত করে গভীর রাত সাড়ে ৩টা থেকে ভোর ৪টার দিকে অভিযানে যায় পুলিশ সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়েই সাজ্জাদ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। একপর্যায়ে পাশের একটি ভবনের ছাদে লাফ দিয়ে পালিয়ে যায় এই শীর্ষ সন্ত্রাসী। এসময় গুলিবিদ্ধ হন ওই দুজন।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) রইস উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের কাছে ইনফরমেশন ছিল সন্ত্রাসী ছোট সাজ্জাদ বায়েজিদ থানার জালালাবাদ পেট্রোল পাম্পের পেছনের একটি ভবনে অবস্থান করছে। সেই অনুযায়ী আমাদের চান্দগাঁও থানার একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তারে অভিযান চালায়। এসময় সাজ্জাদ পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে স্থানীয় দুজনসহ মোট ৪ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজন আমাদের পুলিশ সদস্য। অভিযানে আমাদের পুলিশ সদস্যরা মোট ৬ রাউন্ড গুলি ছোড়ে। পরে সে বাড়ির ছাদে উঠে পাশের আরেকটি ভবনে যায়।’ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে সাজ্জাদের স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বিএনএনিউজ/ নাবিদ