17 C
আবহাওয়া
৫:৩৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » উখিয়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

উখিয়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

উখিয়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৯ রাউন্ড গুলি এবং ৩টি তরবারি উদ্ধার করা হয়। সোমবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার পালংখালীর ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- উপজেলার পালংখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মনসুর আলীর ছেলে মো. শাহাজাহান (৩৩) ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত জাফরের ছেলে মো. রশিদ (২০)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ৯ রাউন্ড গুলি এবং ৩টি তরবারি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন পুলিশের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/ এইচএম ফরিদুল আলম শাহীন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ